• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০, বেশির ভাগ নারী ও শিশু দিনাজপুর, ঘোড়াঘাট উপজেলার, রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবাদ সম্মেলন। কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বিতর্কে নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রাষ্ট্রপতির আদেশে ১০ দিনের মধ্যে নাটকীয় পরিবর্তন জামায়াতে ইসলামী একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে কাজ করে যাচ্ছে: শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খোরশেদ আলম রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বহাল রেখে ৪ মূলনীতির সুপারিশ তালা উপজেলা বিএনপির জরুরী মতবিনিময় সভা সাতক্ষীরায় সার সিন্ডিকেট করে ৩৯ কোটি টাকা লোপাটের প্রমাণ পেলো দুদক

দিনাজপুর, ঘোড়াঘাট উপজেলার, রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবাদ সম্মেলন।

সবুজ ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার, দিনাজপুর / ৫২০ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

আজ সকাল ১১ ঘটিকায় রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ জরুরি সংবাদ সম্মেলন করেন ।

রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সৈয়দ আখতারুজ্জামান জানান যে গত বেশ কিছু দিন থেকে তাকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে চাঁদার দাবি করে আসছে।  টাকা দিতে রাজি না হওয়াই তাকে ফোনে  বিভিন্ন ধরনের হুমকি দিত। তাদের হুমকি কে পাত্তা না দেওয়াই অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এর প্রতিবেদক মোঃ সুমন মিয়া ও ফাহিম হোসেন রিজু নামে দুজন ভুয়া সংবাদকর্মী তার বিরুদ্ধে অনলাইন নিউজ ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার এবং সম্মান হানিকর সংবাদ প্রচার-প্রচারনা করে। তাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে সে ইতিমধ্যে আইন গত ব্যাবস্থা নিয়েছে বলে জানিয়েছেন।

তিনি আরো জানান যে, তার বিদ্যালয়ের তিনটি চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ খালি থাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকেন । নিয়োগের নীতিমালায় জাতীয় বহুল প্রচারিত পত্রিকা ও স্থানীয় একাধিক পত্রিকায় মাধ্যমে ৪র্থ শ্রেণির কর্মচারী তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ঐ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীরা জানতে পারে ও আবেদন করে । আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬/০৭/২০২৪ ইং তারিখে উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, ভূমি অফিসার, স্কুলের সভাপতি এবং কমিটিবৃন্দের উপস্থিতিতে নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয় । লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নির্বাচিত করা হয় এবং ফলাফলের ভিত্তিতে তাদের যোগদান পত্র প্রদান করা হয়।

ঐ বিদ্যালয়ে কর্মরত মোঃ আজহারুল ইসলাম (নিরাপত্তা কর্মী) নতুন নিয়োগকৃত তিনজনের বিরুদ্ধে উপ-পরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-রংপুর বরাবর অভিযোগ করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নতুন নিয়োগকৃত মোছাঃ লাবলী পারভিন (পরিছন্নতা কর্মী) অভিযোগ দায়ের করেন।  উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (মোঃ রফিকুল ইসলাম) দুই পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করেন।

অন্যদিকে ক্রাইম রিপোর্টার আতিক হোসেন সুমন ও ফাহিম হোসেন রিজু সম্পর্কে খোঁজ নিলে জানা যায় যে ক্রাইম রিপোর্টার আতিক হোসেন সুমন এর প্রকৃত নাম মোঃ সুমন মিয়া এবং সে স্থানীয় একটি কলেজ থেকে ডিগ্রি পাস করেন। ক্রাইম রিপোর্টার আতিক হোসেন সুমন ওরফে সুমন মিয়া “জাতীয় দৈনিক বাংলা প্রতিদিন” ও ফাহিম হোসেন রিজু “দৈনিক যখন সময়” অনলাইন নিউজ পোর্টাল ব্যবহার করে স্থানীয় সংবাদ প্রচার করে থাকেন। এই নিউজ পোর্টাল দুটি সম্পর্কে “তথ্য অধিদপ্তরকে” অবগত করলে তারা বলেন অনলাইন নিউজ পোর্টাল দুটি সম্পূর্ণ অনিবন্ধিত, ভুয়া, অবৈধ এবং হলুদ অনলাইন পত্রিকা হিসেবে আখ্যায়িত করেন। তারা আরো বলেন আমাদের দেশে কিছু কুচক্র মহল অনলাইন নিউজ ওয়েবসাইট গুলো স্বল্পমূল্যে ক্রয় করেন ও ফেসবুক পেজ তৈরি করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মী নিয়োগের মাধ্যমে জনসাধারণের নিকট হতে অর্থ হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা করে থাকে। যে ওয়েবসাইটগুলো বাজারে ৫০০ থেকে ২০০০ টাকার মূল্যে পাওয়া যায়। উল্লেখিত অনলাইন পোর্টাল দুটির ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা দেখলে বুঝা যায় যে অনলাইন পোর্টাল দুটি কতটা ভুয়া।

বাংলাদেশ সাংবাদিক বোর্ড অ্যাসোসিয়েশনের এর নীতিমালা অনুযায়ী একজন ক্রাইম রিপোর্টার হতে গেলে তাকে সাংবাদিকতার উপর চার বছরের স্নাতক ডিগ্রী সহ ১০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। ক্রাইম রিপোর্টার আতিক হোসেন সুমন ওরফে সুমন মিয়া, সে তার এলাকাতে নিজেকে ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দেয়। স্থানীয় জনসাধারণের মাধ্যমে জানা যায় যে সে নিজেকে ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় জনসাধারণের কাছ থেকে সমস্যা সমাধানের কথা বলে টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয় চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় লোকদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্ত বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে সংবাদকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা কামনা করেন।


More News Of This Category
https://bditwork.com